রসিকে বিএনপির প্রার্থী কাওসার জামান

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে কাওসার জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি মহানগর কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুদু রসিক নির্বাচনের প্রার্থীর অফিসিয়াল চিঠি নিয়ে রওয়ানা হয়েছেন। মহাসচিবের স্বাক্ষরিত এই চিঠি কাওসার জামানের কাছে পৌঁছে দেয়া হবে।