রাকাবে নিয়োজিত আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের দাবী আদায়ে কমিটি গঠন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োজিত আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চলমান ১ দফা দাবী আদায়ের আন্দোলনকে গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির হাতে শক্তিশালী করার লক্ষ্যে রাকাব,রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী জোনের কার্যনির্বহী কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে এই কমিটি কঠন করা হয়েছে।
নীলফামারীর আব্দুল মালেক বলেন,আমি ২০০৭ সাল থেকে চাকরি করি, আমরা সবসময় বৈষম্যের শিকার, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা কি করব আমাদের জীবন যৌবন এই চাকরিতেই শেষ,আমাদের চাকরি যদি স্থায়ীকরণ করা না হয় আমাদের পরিবারসহ ধ্বংস হয়ে যাবে।
অনুষ্ঠানের আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর আউটসোর্সিং কল্যান কর্মচারীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর আউটসোর্সিং কল্যান কর্মচারীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিন্না,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজ,কামরুল হাসান,সোহেল রানা,শাহারুল ইসলাম,রমজান আলী টিটু,জাকিরুল ইসলাম সহ বিভিন্ন জোনের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন