রাখাইনে সেনা অভিযানে নিহতের সংখ্যা ৪ শতাধিক ছাড়িয়েছে

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৪ শতাধিক ছাড়িয়েছে। গত ২৩ আগস্ট মধ্যরাতের পর পুলিশ স্টেশন ও সেনাক্যাম্পে রোহিঙ্গা যোদ্ধারা প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ হয়। এরপর থেকে সেনাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার নিহতের এই সংখ্যা উল্লেখ করে এটিকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ‘ভয়ানক রক্তপাত’ বলে খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই অভিযানে নির্যাতনের মুখে অন্তত ৩৮ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের দিকে এসেছে। তাদের বাড়িঘর সরকারি বাহিনী পুড়িয়ে দিচ্ছে।

প্রায় ১১ লাখ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের নোবেল বিজয়ী অং সান সুচির সরকারের নীতি বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, সংখ্যালঘু মুসলিম এই সম্প্রদায়ের সংকট নিরসনে কোনো পদক্ষেপ নিচ্ছেন না সুচি। এমনকি তাদের রাখাইন রাজ্যে নিরাপদে বসবাসের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না তিনি।

মিয়ানমার সেনাবাহিনীর দাবি, তারা রোহিঙ্গা বিদ্রোহীদের ওপর অভিযান চালিয়ে ৩৭০ জন রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে।

তারা আরও জানায়, সর্বশেষ এ অভিযানে নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য, দু’জন সরকারি কর্মকর্তা ও ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।