রাঙামাটিতে আ.লীগের হরতাল চলছে
আওয়ামী লীগের ডাকে রাঙামাটিতে সকাল থেকে হরতাল চলছে। মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারিরীক নির্যাতনের প্রতিবাদে এ হরতাল পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
হরতাল সমর্থনে সকাল ৬টা থেকে শহর এবং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।
হরতালের কারণে জেলার বাইরে কোথাও কোনো প্রকার যানবাহন ছেড়ে যেতে পারেনি। এমনকি বাইরে থেকেও জেলায় কোনো প্রকার যানবাহন ঢুকতে পারেনি।
জেলা সদরসহ উপজেলাগুলোতে সড়ক ও পানি পথে সব ধরনের যান চলাচল এবং দোকানপাটসহ যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে জেলায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন