রাঙামাটিতে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বাংলাদেশকে যদি একটি সন্ত্রাসমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বের মাধ্যমে তা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি, ন্যায় ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণ ও ছাত্র সমাজকে ইসলামী আন্দোলনের পক্ষে আসার জন্য আহবান জানান। তিনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের ক্লাস ও পড়ালেখায় আরো মনযোগী হওয়ার আহবান জানান।
ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি তার বক্তব্যে, আগামীতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, দ্রব্যমূল্যের দাম কমানো ও নতুন শিক্ষা কমিশন গঠনের দাবি জানান তিনি।
ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর ও রাঙামাটি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মনসুরুল হক, ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সাবেক সভাপতি এ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক সভাপতি আব্দুস সালাম। সমাবেশে ছাত্র শিবির ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গামাটি শহরের পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় এসে সমাবেশে মিলিত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন