রাঙামাটিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের সংবর্ধনা ও চেক প্রদান

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে রাঙামাটিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা পরিষদের এনেক্স ভবনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে ৮ জন আহত ছাত্রের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে মোট আট জন আহত ছাত্রকে সংবর্ধনা ও নগদ অর্থের চেক তুলে দেন অতিথিরা। যার মধ্যে দুইজনকে জনপ্রতি ১ লাখ টাকা, তিনজনকে জনপ্রতি ৪০ হাজার টাকা এবং তিনজনকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।

এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম, প্রনতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ, ক্যওসিংমং সহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।