রাঙামাটিতে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন” শীর্ষক কর্মশালা

“টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন” শীর্ষক কর্মশালা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাঙামাটিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ। এসময় সনাক-টিআইবি সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা, কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট, টিআইবি কাজী শফিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, সিভিলে সার্জন ডাঃ নূয়েন খীসা, সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রামের ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট, টিআইবি, মো: জসিম উদ্দিন।

কর্মশালায় অংশ গ্রহণ করেন স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রধান/প্রতিনিধিবৃন্দ ও নির্বাচিত বেসরকারি প্রতিষ্ঠান।

বক্তারা বলেন, জীবনের প্রতিটি স্তরে শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। শুদ্ধাচার প্রতিষ্ঠায় সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাতিষ্ঠানিক সুশাসনের ভূমিকা হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই, স্বচ্ছতা ও জবাবদিহিতা, ন্যায়বিচার, অংশীদারিত্ব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি।

কর্মশালার উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে একটি স্পষ্ট ধারণা প্রদান করা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য ১৬-এর সাথে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সততা ও নিষ্ঠা অনুশীলনের প্রয়োজনীয়তাকে সংযুক্ত করে পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিতে সুশাসন নিশ্চিত করার জন্য প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।