রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের ভেদভেদিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজে ৯ সদস্য বিশিষ্ট কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পরিবীক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা এবং চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স খাগড়াছড়ির চেয়ারম্যান সুদত্ত চাকমা।

প্রায় ৩ ঘন্টা ব্যাপী বৈঠক শেষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকে প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেন, কমিটির প্রধান হিসেবে এটাই আমার প্রথম সভা। কাজেই আমার জন্য এটা ছিল অনেকটাই শেখার বিষয়। আজকের আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে মন্তব্য করে তিনি।

তিনি বলেন, একটি বিষয় আমি সবসময় বলে থাকি সমস্যার সমাধানের প্রথম পদক্ষেপ হলো সমস্যা যে আছে সেটা স্বীকার করা। চেষ্টা করছি যে বিষয়গুলি সহজে সমাধান করা যায় সেগুলো শেষ করে। যেগুলো কঠিন বিষয় সে বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তার পথ বের করা। তিনি আরো বলেন, বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে সে সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।

আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা বলেন, আজকের আলোচনা আন্তরিক ভাবে হয়েছে, ফলপ্রসূ হয়েছে।

বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সামছুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা এ সভায় অংশগ্রহন করেন।