রাঙামাটিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
পার্বত্য জেলা রাঙামাটিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে জেলায় ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। তবে রাঙামাটিতে বই বিতরণে ভিন্ন মাত্রা যুক্ত করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের স্ব স্ব মাতৃভাষার বই। ২০১৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষাভাষী শিশুরা এই বই পেয়ে থাকে। নতুন বই হাতে পেয়ে খুশি শিশুরা।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বই বিতরণ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট বইয়ের চাহিদা ৩ লাখ ৫৪ হাজার ৩৩৬টি। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ১ লাখ ৮০ হাজার ৬৪৮টি বই এসেছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তৃতীয় শ্রেণির জন্য ৬ লাখ ৮ হাজার ২৬১টি বই এসেছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই আসেনি। তবে শিগগিরই এসব বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক হৃষিকেশ শীল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন