রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহবায়ক ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে ও ছাত্র অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব হাসান হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে এসময় জি.সি কল্যাণ পরিষদ ইসলামিক ফাউণ্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি এম এ বাসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা কামাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সমাজকর্মী ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মীগণ উপস্থিত ছিলেন।