রাঙামাটিতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ আহ*ত ৪

রাঙামাটিতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার বেতবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসে অংশ নিতে রাঙামাটি থেকে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন তারা। পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. ইসমাইল (৬৮), মো. লিটন (৪২), মো. আরাভ (১৩) ও মাইক্রোবাস চালক মো. সেলিম। বর্তমানে তারা চট্টগ্রামের রাউজানের জেকে হাসপাতালে চিকিৎসাধীন।
কাউলালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস রাঙামাটি যাচ্ছিল। অন্যদিকে রাঙামাটি থেকে একটি মাইক্রোতে করে কয়েকজন যাত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত জশনে জুলুসে অংশ নিতে যাচ্ছিলেন। পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোতে থাকা চারজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য পার্শ্ববর্তী রাউজানের একটি হাসপাতালে নেয়া হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন