রাঙামাটিতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সভায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, জেলার স্বাস্থ্য সেবা, মাদক, নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিথিন ব্যাগ বন্ধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর অর্থনৈতিক শুমারি কার্যক্রম শুরু হবে অর্থনৈতিক শুমারিতে সকল ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে পরিসংখ্যান বিভাগকে সহযোগিতা করার অনুরোধ জানান জেলা প্রশাসক মহোদয়।

এসময় জেলা প্রশাসক বলেন, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর স্বচ্ছ জলের কাপ্তাই হ্রদে বেষ্টিত দেশের সর্ববৃহৎ পার্বত্য রাঙামাটি জেলা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা-নীরিক্ষা ও সমীক্ষা করে রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সম্যক ধারনা নিয়ে রাঙামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেব।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, পাহাড়ের তিন স্বর্ণকন্যা সাফজয়ী ঋতু-রুপনা ও মনিকা ওরা আমাদের গর্ব। রাঙামাটির এই কৃতি সন্তানদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হবে ২৩ নভেম্বর। ওই দিন সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রূপনাদের নিয়ে যাত্রা শুরু করবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে শাপলা চত্বর ঘুরে বনরুপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ান, এলজিইডি অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদ শফী, রাঙ্গামাটি সদর উপজেলার ইউএনও রিফাত আসমা, রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার ইউএনও আমিনুল এহসান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ নূর উজ জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী সহ জেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।