রাঙামাটিতে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি পার্বত্য জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (আরটিসি) সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায় জেলা প্রশাসক মোটরযানে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেন। এছাড়া হাইড্রলিক হর্ণ মোটরযানে ব্যবহার না করার জন্য নিরোৎসাহিত করা হয়।
বৈঠকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির ৮টি বাস সার্ভিস চালুর ক্ষেত্রে ৪টি এসি ও ৪টি নন-এসি বাসের অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। রাঙ্গামাটি-চট্টগ্রাম-সিলেট রুটে মামুন এন্টারপ্রাইজের ২টি বাস সার্ভিস চালুর অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, মোটরযান পরিদর্শক মোঃ সালাহ উদ্দিন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশল তৌহিদুল বারী, রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অমিয় অশান্তি খীসা, রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি জাহেদুল আলম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন