রাঙামাটিতে লিগ্যাল এইড অফিসের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার

সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রম প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার আয়োজন করেছে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিস।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন (২য় তলা) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী সিনিয়র জজ মোঃ আমানত উল্লাহ শাহিন এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ অংশ গ্রহন করেন।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী সিনিয়র জজ মোঃ আমানত উল্লাহ শাহিন বলেন, লিগ্যাল এইড থেকে যেকোনো ব্যক্তি আইনি পরামর্শ নিতে পারবে। তিনি সাংবাদিকদের লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন