রাঙামাটিতে শুরু হয়েছে জমজমাট বিজু উৎসব

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক বৈসাবি (বৈসুক সাংগ্রাই বিজু) ঘিরে পাহাড়ে এখন উৎসবের রং। এ উপলক্ষ্যে রাঙামাটিতে জেলায় পালিত হচ্ছে ব্যাপক কর্মসূচি ও বর্ণাঢ্য নানান অনুষ্ঠানমালা।

রাঙামাটিতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ৩ এপ্রিল থেকে ৭ দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলার ২০২৫ এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি।

এসময় অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক (ভারপ্রাপ্ত) রুনেল চাকমা।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ৭ দিনব্যাপী বিজু মেলায় শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনা, ঘিলা খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, পিঠা তৈরির প্রতিযোগিতা, মুখরোচক মিশ্র সবজি রান্নার প্রতিযোগিতা, ম্যাগাজিন অনুষ্ঠান, বিশিষ্টজনদের স্মৃতিচারণ, বিভিন্ন জাতি-গোষ্ঠীর অংশগ্রহণে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পণ্য প্রদর্শনী, নাটক মঞ্চায়নসহ বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এদিকে উৎসবটিকে ঘিরে তিন পার্বত্য জেলাজুড়ে বইছে উৎসবের বন্যা। উৎসবমুখর গোটা পাহাড়ি জনপদ। প্রতি বছর চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী এ প্রধান সামাজিক উৎসবের আয়োজন করে পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন। উৎসবটিকে চাকমারা বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু ও অহমিয়া জনগোষ্ঠী বিহু নামে পালন করে।