রাঙামাটিতে সওজের উদ্যোগে নান্দনিক লেকভিউ গার্ডেন

রাঙামাটি জেলা শহরের নান্দনিক ফিসারি ঘাট সড়কের পাশেই গড়ে তোলা হচ্ছে লেকভিউ গার্ডেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাঙামাটি বিভাগ এটির উদ্যোগ নিয়েছে। বর্তমানে পার্কটি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। গতকাল বুধবার বিকেলে পার্কের ভেতরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান।
এ সময় সওজ চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদ হোসেন, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সওজের অন্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র ফিশারি সড়ক সংযোগ বাঁধ ছয় দশক পর ফিরে পেয়েছে নান্দনিক রূপে। এই বাঁধ রাঙামাটির রিজার্ভবাজার, তবলছড়ি ও বনরূপা—শহরের তিন গুরুত্বপূর্ণ এলাকার সংযোগস্থল।
৬৬৩ মিটার দীর্ঘ এই বাঁধে নির্মিত হয়েছে শক্তিশালী আরসিসি রিটেইনিং ওয়াল। পাশাপাশি মাটি ভরাট করে সম্প্রসারণ করা হয়েছে সড়কটির প্রস্থ।
সওজ রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের ফিসারি ঘাট সংযোগ সড়কে ৬৫০ মিটার দৈর্ঘ্য আয়তনে সওজ লেকভিউ গার্ডেন নির্মিত হচ্ছে। পুরো বাগানে শতাধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা করার পরিকল্পনা রয়েছে সওজ’র। কাজ চলমান রয়েছে সৌন্দর্যবর্ধনের।
সওজ-এর রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, স্থায়ী রিটেইনিং ওয়াল, ড্রেনেজ ব্যবস্থা ও সম্প্রসারণ কাজের মাধ্যমে বাঁধটি এখন অনেক বেশি টেকসই ও পরিবেশবান্ধব হবে। ফিশারি সড়ক সংযোগ বাঁধ রাঙামাটির অর্থনীতি ও যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর বাঁধটির সংস্কার কাজ শেষ হলে যেমন শহরের পরিবেশ উন্নত হবে, তেমনি এটি সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবেও বিকশিত হতে পারে।
সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান, সওজের রাঙামাটির নির্বাহী প্রকৌশলীর প্রস্তাবনা অনুযায়ী ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজের উদ্যোগ নেয়া হয়েছে। ৯০ লাখ টাকা ব্যয়ে লেকভিউ গার্ডেনটি নির্মিত হলে রাঙামাটির পর্যটনশিল্পে এটি ভূমিকা রাখবে। প্রকল্পের এ টাকা ব্যয় হচ্ছে রাজস্ব খাত থেকে। লেকভিউ গার্ডেনটি সওজের অধীনে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এটি এখন শুধু রাঙামাটির স্থায়িত্বের প্রতীক নয়, হয়ে উঠছে সম্ভাবনাময় পর্যটন গন্তব্যও যা শহরবাসীর গর্ব আর আগত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন