রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৬ ব্যবসায়ীকে ৬ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন, জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন খান।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ ব্যবসায়ীর প্রত্যেককে জনপ্রতি ২৫ হাজার টাকা এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে সর্বমোট ২৬ ব্যবসায়ীকে ৬ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন