রাঙামাটির প্রথম নারী জেলা প্রশাসক নাজমা আশরাফী

রাঙামাটি পার্বত্য জেলায় প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হলেন নাজমা আশরাফী।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নাজমা আশরাফী রাঙামাটি পার্বত্য জেলার ইতিহাসে প্রথম নারী ডিসি। তিনি রাঙামাটির ৯৪তম ডিসি হিসেবে যোগদান করবেন।

এর আগে নাজমা আশরাফী উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের ১৪ নম্বর ক্রমিকে তার এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।