রাঙামাটির বাঘাইছড়ি মারিশ্যা বিজিবি জোনের অভিযানে ৩ লক্ষাধিক টাকার অবৈধ গোল কাঠ জব্দ

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় কচুছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে বড় কচুছড়ি নৌকা ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়, পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গামারী কাঠ ১৬১.৩২ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩ লক্ষ ২২ হাজার ৬৪০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।