রাঙামাটির বিলাইছডিতে স্বামীর ঔষুধ আনতে গিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর জন্য ঔষধ আনতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে স্ত্রীর মৃত্যু হয়েছে। নৌকা থেকে পড়ে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি। রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার স্বামীর জন্য ওষুধ আনতে যাওয়ার পথে কেরন ছড়ি এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে হ্রদে জাল ফেলে তিন ঘণ্টা পর গৃহবধূ লতা মারমা (৩২) মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী। তিনি তিনটি সন্তানের জননী ছিলেন।তাঁর বড় মেয়েটির বয়স ১৫ বছর, মেজ ছেলেটির বয়স ১১ বছর এবং ছোট মেয়েটির বয়স ২ বছর ৬ মাস।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক সকাল ৮টায় তিনি অসুস্থ স্বামীর জন্য হার্টের ওষুধ আনতে তাঁর ভাসুরের সাত বছর বয়সী এক ছেলেকে সাথে নিয়ে বিলাইছড়ি বাজার যাচ্ছিলেন। পথেই কেরনছড়ি ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন ঘাটের কাছাকাছি এলাকায় নৌকা থেকে মাথা ঘুরে তিনি পানিতে পড়ে যান। সঙ্গে থাকা শিশুটি রক্ষা পেলেও লতা মার্মা তলিয়ে যান।

শিশুটি স্থানীয়দের জানালে, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্থানীয়রা জাল টেনে ব্যাপক তল্লাশির পর প্রায় ১১টা ২০ মিনিটে তাঁর মরদেহ উদ্ধার হয়। পরে হাসপাতালে আনা হলে মেডিকেল অফিসার ডাঃ নুরুদ্দিন তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো জানান, স্থানীয় ও আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে নিয়ে আসার আগে তাঁর মৃত্যু হয়।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লতা মারমার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবরে লতা মারমার স্বামী ও শ্বশুর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।