রাঙামাটির মানিকছড়িতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
রাঙামাটির মানিকছড়িতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু ঘটে। বুধবার দুপুরে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িস্থ মাদ্রাসার পুকুরে গোসল করতে গিয়ে যুবক মোঃ কাজল (১৮) ওরফে বাসুর মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টায় মোঃ কাজল নামের যুবক মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে সে আর ঘরে ফিরে আসেনি। তখন তার পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে কাচকি জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় ২-৩ ঘন্টা ব্যাপী খোজাখুজির পর বেলা ৩টায় মৃত অবস্থায় কাচকি জালে উঠে আসে। স্থানীয়রা কাজলকে পুকুর থেকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ মোঃ আলমগীর জানান, মোঃ কাজল নামের এক যুবক মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে সবাই মিলে পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন