রাঙামাটির লংগদুতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটির লংগদু উপজেলার জঙ্গল থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কিচিং ছড়া নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুপুর গুলিবিদ্ধ মরদেহটি তারা উদ্ধার করে। তবে নিহতের নাম ও রাজনৈতিক পরিচয় পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। নিহত ব্যক্তি কখন কীভাবে মারা গেছে সে বিষয়েও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’