রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে আহত ১০
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/IMG_20241207_224608.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পার্বত্য রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে গেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা যায়।
আহতরা হলেন- জাকির হোসেন (৩১), সাইফুল (২৭), মোনায়েম (৩৩), কামাল (২৭), শাকিল (২৬), আরফান (২৮) সবুজ (২৭), ইস্রাফিল (২৩), উজ্জল (২৮), সোহেল (৩০)। তারা সবাই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানায় কর্মরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, তিনি বলেন, সাজেক ভ্রমণ শেষে পর্যটকরা সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন। হঠাৎ জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ৩০ ফুট খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১২ যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, সাজেক সড়কে দুর্ঘটনার শিকার ১০ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে এসেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ‘জিপ গাড়িতে ১০-১২ জন পর্যটক ছিল। দুর্ঘটনায় আহতের চিকিৎসা দেয়া হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন