রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্রগোলা উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে ইউপিডিএফের আস্তানায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র, গোলা ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় ইউপিডিএফের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ইউপিডিএফের আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন