রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের দাবীতে সংবাদ সম্মেলন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন তালিকায় বডুয়া জনগোষ্ঠীর প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা।
রবিবার (১৭ নভেম্বর) সকালে রাঙামাটি শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। সেই তালিকায় বড়ুয়া জনগোষ্ঠীর কোন সদস্যের নাম না থাকায় এ অন্তর্কাবর্তীকালীন পরিষদ বৈষম্যহীন বলা যাচ্ছে না। ১৫ জনের মধ্যে চেয়ারম্যানসহ চাকমা জনগোষ্ঠীর ৬ জন, মারমা ২ জন, পাংখোয়া ২ জন, ত্রিপুরা ১ জন, মুসলমান ৩ জন ও হিন্দু ১ জন। ১৫ সদস্য বিশিষ্ট পরিষদে ৪টি জনগোষ্ঠীর লোকজন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে স্থান পেয়েছেন। বৈষম্যের স্বীকার হয়েছে বড়ুয়া জনগোষ্ঠীসহ আরো বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকজন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে ঘোষিত প্রজ্ঞাপন বাতিল করে বড়ুয়া জনগোষ্ঠী থেকে প্রতিনিধি দিয়ে নতুনভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন তালিকায় বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসাবে অন্তর্ভুক্তির দাবিও জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরন বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, রাঙ্গামাটি বড়ুয়া কল্যাণ সংস্থা’র আহ্বায়ক এর পক্ষে শ্যামল চৌধুরী, রাঙ্গামাটি বড়ুয়া কল্যাণ সংস্থা’র সদস্য সচিব ধীমান বড়ুয়া।
পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বরাবরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন