রাঙামাটি পরিদর্শনে বিসিবি বয়সভিত্তিক দলের পরিচালক আসিফ আকবর

রাঙামাটিতে বয়স ভিত্তিক ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়ন আসিফ আকবর রাঙামাটির জেলা ক্রীড়া সংস্থা ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিরিময় করেন।

এসময় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, নির্মল বড়ুয়া মিলন, মোহাম্মদ আলী পাটোয়ারী, সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ) সহ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা ও বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা রাঙামাটির বয়স ভিক্তিক খেলোযাড়দের মানোন্নয়ন ও খেলা উপযুক্ত পরিবেশ তৈরীতে খেলোয়াড় ও সংগঠকদের মতামত গ্রহণ করেন পরিচালাক আসিফ আকবর।

রাঙামাটি মাঠ পরিদর্শনে হতাশা প্রকাশ করে আসিফ আকবর বলেন, এখানকার ক্রিকেটের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা নাই এটা আমাকে হতাশ করেছে। শারীরিক সক্ষমতার দিক থেকে এই অঞ্চলের মানুষ বেশ এগিয়ে, এটাকেই ক্রিকেট বোর্ড কাজে লাগাতে চায়। বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়নের প্রয়োজনীয় চাহিদা পূরণের সাথে সাথে ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।