রাঙামাটি পাহাড়ি ছাত্র পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রামকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে ও সমস্যা সমাধানে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

মঙ্গলবার (২০ মে) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের মানুষদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে ও এখনো চলছে। পাহাড়ি জনগোষ্ঠীকে সন্দেহ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা যাবে না। সভায় দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন করার আহ্বানও জানান তিনি।

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা, আদিবাসী ফোরাম রাঙামাটি অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ছাত্র নেতা সৈশানু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।