রাঙামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সেমিনার
রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা। রাঙামাটিতে ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তিনি বলেন, প্রশাসনকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে হবে এক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারবো। ভেজাল খাদ্যপণ্য গ্রহণের ফলে মানবদেহে বহুবিধ রোগের সৃষ্টি হয়। খাবারে কৃত্তিম রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো যাবে না। পণ্যের মোড়কে উল্লিখিত মেয়াদ ও মূল্যে কোন রকম কারচুপি করা দন্ডনীয় অপরাধ।
সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দণ্ড এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ।
সভায় বক্তারা জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও জেলার স্যানিটারী ইন্সপেক্টর কাজের অগ্রগতি বৃদ্ধি করা তাগিদ দেন। পেকেটজাত পণ্য ও ঔষধের পেকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দেয়া, অনলাইনে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে তাদের সুপারভাইজ করতে হবে তারা যেন ক্রেতাদের সাথে প্রতারণা করতে না পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অদক্ষতার সাথে স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পোস্ট বন্ধ করার অনুরোধ জানান বক্তারা।
অনুষ্ঠানে রাঙ্গামাটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হারুনুর রশিদ, রাঙ্গামাটি জেলা শাখার ক্রেতা সুরক্ষা আন্দোলনের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বনরূপা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আবুল মান্নান আনোয়ারী সহ রাঙ্গামাটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন