রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হলো ভোলকান ক্লাব
রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ভোলকান ক্লাব।
এতে ভলকান ক্রিকেট ক্লাব ৪ উইকেটে আরাফাত রহমান কোকো ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রবিবার (২৬ জানুয়ারী) দুপুর ২টায় রাঙামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ এর সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. এরশাদ হোসেন চৌধুরী, লে. কর্ণেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, ডেড কমান্ড্যান্ট এসিইউ লেঃ কর্ণেল মাহতাব, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি এ্যাড.মামনুর রশিদ মামুন।
রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন অতিথিরা।
গত ৯ জানুয়ারী রাঙামাটি মারি স্টেডিয়ামে রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ১৮ টি দল অংশ গ্রহণ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন