রাঙ্গামাটিকে পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হবে

“টেকসই উন্নয়নের জন্য পর্যটন” প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবিব আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত পিএসসি, পর্যটন পুলিশ সুপার খায়রুল আলম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা এবং বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পারলে এখানকার অর্থনীতি কেবল সমৃদ্ধ হবে না বরং দেশের রাজস্ব খাতেও অবদান রাখবে। পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে। রাঙ্গামাটি শহরকে পরিষ্কার রাখতে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। তবেই আমরা রাঙ্গামাটিকে পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারব।
আলোচনা শেষে প্রধান অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকালে পর্যটন হলিডে কমপ্লেক্স থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় এবং রাঙ্গামাটি জিমনেসিয়াম থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন