রাঙ্গামাটিতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালি উপজেলায় অবস্থিত ৩ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) কাউখালী ইউনিয়নের ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটার মালিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যে ৩টি ইটভাটা বন্ধ করা হয়েছে সেগুলো হলো:- কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস। আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস।
এসময় কাউখালি উপজেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া হয়েছে। এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন