রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মিনিটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন পারভেজ, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহজাহান, রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক সহ বিভিন্ন স্কুলের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন