রাঙ্গামাটিতে ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বুধবার (১৯ মার্চ) রাত ৮ টার দিকে শহরের কাঠালতলী এলাকায় একটি বাসায় ঝুলন্ত অবস্থায় এই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
যুবকের নাম পাপ্পু ঘোষ। তার বাবার নাম রাখাল ঘোষ। তিনি কাঠালতলী এলাকার জয়-মা কালী ফার্মেসির মালিক।
সে তবলছড়ি মাঝিরবস্তি এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। ব্যবসায়ীক কারণে পাপ্পু পরিবার নিয়ে কাঠালতলী পাড়ায় বসবাস করতো।
স্থানীয়রা বলছেন, আর্থিকভাবে ঋণগ্রস্থ পাপ্পু পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক চাপের কারণেই আত্মহত্যা করেছে হতে পারে বলে অনেকের ধারণা। তবে, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বলেন, মো: সাহেদ উদ্দিন চৌধুরী জানান, শহরের কাঠালতলী এলাকায় এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করেছে। ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন