রাঙ্গামাটিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠা করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখা।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কোর্ট বিল্ডিং ঘুরে কাঠাঁলতলীস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহামেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্রদলের প্রতিটি কর্মী ও নেতাকর্মীদেরকে আহ্বান জানাতে চায় যেকোনো মূল্যে এই ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা রুখে দেব। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।
এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন