রাঙ্গামাটিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে কল্যাণরাষ্ট্র গঠন’ বিষয়ে মুক্ত আড্ডা
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত”কল্যাণরাষ্ট্র গঠন” বিষয়ক মুক্ত আড্ডা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানের সূচনা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সদস্য মিনহাজ মুরশীদ, সদস্য সাগরিকা রোয়াজা, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী -পরিচালক মোঃ আব্দুল রশিদ।
সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে জেলার ৬টি গ্রামে (বিভিন্ন খাতে) ৬১টি জনকে ২৯ লক্ষ ৫০,০০০ পঞ্চাশ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন