রাঙ্গামাটিতে জাল নোট উদ্ধার সহ ০২ জন আটক

রাঙ্গামাটিতে ১৪ টি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘাইছড়ি থানাধীন মাহিল্ল্যা বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মাসুদ মিয়া (৩৯) ও মোঃ দেলোয়ার হোসেন (৩১)। উভয়েই রাঙ্গামাটির লংগদু উপজেলার ০২ নং কালাপাকয্যা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের হোসেনপুর বাসিন্দা মোঃ মাসুদ মিয়া এবং ০৭ নং ওয়ার্ডর রসূলপুর বাসিন্দা দেলোয়ার হোসেন।

এসময় তাদের নিকট হইতে ১০০০/-(এক হাজার) টাকা সমমূল্যের ১৪ টি জাল নোট উদ্ধার করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান ও বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর এর তত্বাবধানে এসআই (নিরস্ত্র) টিকলু কুমার পাল, এসআই (নিরস্ত্র) সাগর হালদার, এএসআই (নিঃ) নাজমুল হুদা এর নেতৃত্বে টিম বাঘাইছড়ি থানার বিশেষ অভিযান পরিচালনা করে বাঘাইছড়ি থানাধীন মাহিল্ল্যা বাজার এলাকা হতে আসামিদের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত বিষয়ে বাঘাইছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের গ্রেফতার পূর্বক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।