রাঙ্গামাটিতে জেলাপ্রশাসনের শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/IMG-20250104-WA0023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলমান শৈত্য প্রবাহে রাঙামাটির শীতার্ত ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
শীত মোকাবিলায় দুঃস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসমূহ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪ টা হতে রাত অবধি রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয়।
কম্বল বিতরণের আওতায় আসে রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা ও মিতিংগাছড়ি এলাকা, সুখী নীলগঞ্জ এলাকা, কলেজ গেট এলাকা এবং বনরূপা বাজার এলাকায় প্রায় এক হাজার দুস্থ ও দরিদ্র মানুষ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ।
শীতার্ত গরীব ও অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে আনন্দিত। তারা এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন