রাঙ্গামাটিতে নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ
রাঙামাটির নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ হাবিব উল্লাহ।
রোববার (৮ ডিসেম্বর) সকালে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর কাছ থেকে রাঙামাটির নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটির নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ এর আগে অর্থ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসময় রবিবার (৮ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়কে বদলীজনিত কারনে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান কৃষিবিদ কাজল তালুকদার মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এসময় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব খোন্দকার মো:রিজাউল করিম মহোদয় উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন