রাঙ্গামাটিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (রাঙ্গামাটি অঞ্চল) এর অতিরিক্ত পরিচালক নাসিম হায়দার।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভীন, সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার উসমান গনি।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্টনার চীফ মনিটরিং অফিসার রিয়াজউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মহালী কৃমার চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা বিউটি চাকমা সহ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর সদস্য গণ।
কর্মশালায় কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এর সমাধান এবং বিভিন্ন ফসল চাষ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পাহাড়ি অঞ্চলে কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন: পাহাড়ি এলাকা দূর্গম হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় সমস্যা, উপযুক্ত কৃষক অপ্রাপ্তি, সেচ সমস্যা, প্রতিকূল আবহাওয়া, ভাষাগত সমস্যা।
এই সমস্যাগুলি সমাধানের জন্য; যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া, ভাষা সমস্যা দূরীকরনে স্থানীয় ভাষায় শিক্ষার ব্যাপারে জোর দেওয়া, দক্ষ কৃষক আমাদের গড়ে তুলতে হবে, সেচ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন