রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গণসমাবেশ

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গণসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন প্রতিপাদ্যে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার।

পাহাড়ের অশান্ত পরিস্থিতি দূর করতেই শান্তিচুক্তি হয়েছিল। কিন্তু সেই চুক্তি এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করায় পাহাড়ে এখনো বৈষম্য ও অশান্ত পরিবেশ পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন জনসংহতি সমিতির শীর্ষ নেতা সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রোমেন চাকমা, জনসংহতি সমিতির বিষয়ক সম্পাদক মহা ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, মহিলা সমিতির নেত্রী আশিকা চাকমা, জনসংহতি সমিতির নেতা অরুণ ত্রিপুরা, সুশীল বিকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর শান্তি প্রতিষ্ঠায় তৎকালীন সরকারের সাথে পার্বত্য চুক্তি স্বাক্ষর করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

এছাড়া সোমবার সকালে ১০টায় আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।