রাঙ্গামাটিতে পিআইও কার্যালয়ে ইউপি মেম্বারকে গুলি করে হত্যা
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ইউপি মেম্বারের নাম সমর বিজয় চাকমা (৩৮)।
তিনি রুপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেল যোগে দুই সন্ত্রাসী পিস্তল নিয়ে এসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার এর কক্ষে প্রবেশ করে। এরপর ইউপি মেম্বারকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে তার উপর ২ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলে ইউপি মেম্বার সমর বিজয় চাকমা নিহত হয়। হত্যা করার পর সন্ত্রাসীরা উপজেলার মূল গেইটে এসে আরো তিন রাউন্ড ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
এইদিকে এইদিন এলাকায় হাটবার হওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি কার্যালয়টি ঘিরে ফেলে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ২৭ বিজিবি সিও. লে. কর্নেল আনোয়ার হোসেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সরিফুল ইসলাম ও বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ।
সর্বশেষ খবর অনুযায়ী তার লাশ পুলিশের তত্তাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন