রাঙ্গামাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
রাঙ্গামাটিতে পৌর সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পৌর ভবনে রাঙামাটি পৌরসভার আয়োজনে ও চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
পৌরসভার প্রশাসক নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে, চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোঃ তারিক বিন আব্দুর রশিদ।
সভায় বক্তারা বলেন, পৌরসভাকে জনবান্ধব করতে জনসাধারণের স্বাস্থ্যসেবার জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজনের পাশাপাশি পৌর সেবা সপ্তাহের আয়োজন একটি ভালো উদ্যোগ। এ ধারা অব্যাহত রাখার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে হাইট এন্ড ওয়েট, ব্লাড প্রেসার, ব্লাড সুগার চেক, অক্সিজেন স্যাচুরেশন, ইসিজি ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সেবা দেয়া হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকগণ এসব চিকিৎসা সেবা দিবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন