রাঙ্গামাটিতে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশে খুব তাড়াতাড়ি রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য অতি দ্রুত জনগণের প্রতিনিধি সরকার হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি’র নেতৃত্বেবৃন্দরা

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাঙ্গামাটি শহরের শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জনসমাবেশে নেতৃবৃন্দরা এসব কথা বলেন।

জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক, হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির (চট্টগ্রাম বিভাগ), জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন পিছিয়ে লাভ হবে না এই নির্বাচন যদি ২০৩৫ সালেও হয় তাহলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৭০ এর উপরে সিট পাবে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছি না, দেশের স্বার্থে জনগণের জন্য নির্বাচন চাচ্ছি।

বক্তারা আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি জনগণের নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন সংস্কার তারাই করবে, দেশের ভালো তারাই করবে।

সমাবেশে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় বি.এন.পি (চট্টগ্রাম বিভাগ), জাতীয় নির্বাহী কমিটির, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বি.এন.পি (চট্টগ্রাম বিভাগ)।

জাতীয় নির্বাহী কমিটির, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ (ভিপি হারুন), বি.এন.পি জাতীয় নির্বাহী কমিটির, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, প্রাক্তন সাংসদ ও উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বি.এন.পি উপজাতি বিষয়ক সহ-সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, লে. ক. (অব:) মনীষ দেওয়ান বক্তব্য রাখেন।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবিতে বিশাল এই জনসমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।

বিএনপির জনসভায় যোগ দিতে রাঙ্গামাটির ১০ উপজেলার পাহাড়ি বাঙ্গালী সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে রাঙ্গামাটি শহরে এসে সমবেত হয়।