রাঙ্গামাটিতে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ছাগল বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/ছাগল-বিতরণ-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি সদর উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, গেস্ট অফ অনার হিসেবে ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাগল পালনে বিভিন্ন পরামর্শমূলক দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙ্গামাটি জেলার বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উৎস প্রাকৃতিক সম্পদ। এই ছাগল বিতরণের একমাত্র উদ্দেশ্য আপনাদের জীবনমান উন্নয়ন এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানো।
অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মৎস্য বিষয়ক আহ্বায়ক প্রণতি রঞ্জন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এ কে এম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অধীর চন্দ্র দাস, চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ বিশ্বজিৎ বৈরাগী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লা আল হাসান।
রাঙ্গামাটি সদর উপজেলার ৫৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর প্রতি পরিবারকে ৪টি করে মোট ২২০ টি ছাগল বিতরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন