রাঙ্গামাটিতে বৈসাবি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী

পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু সাংক্রান উৎসব শুরু হয়েছে। এই লক্ষ্যে বুধবার (৯ এপ্রিল) সকালে রাঙামাটি পৌর চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল চীফ, চাকমা সার্কেল রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুদার, উৎসব কমিটির সদস্য সচিব ইন্তু মনি তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের সংস্কৃতি তুলে ধরেন।

পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নৃত্য-গানের মাধ্যমে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শোভাযাত্রায় অংশ নেন।

পুরোনো বছর বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন চলছে সাজ সাজ রব। উৎসবমুখর পরিবেশে চলছে নানা আয়োজন। আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে পাহাড়িদের প্রধান এই সামাজিক উৎসব। এই উৎসব ঘিরে সব সম্প্রদায়ের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটছে।