রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় প্রতিবন্ধী দিবস পালিত

৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি সম্মানীত সদস্য ও সমাজ সেবা অধিদপ্তরের আহবায়ক সাগরিকা রোয়াঁজা সহ পরিষদের সম্মানীত সদস্যবৃন্দ, সাংবাদিক, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, কর্মচারী, রোগী ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

এসময় রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদান, প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন উভেন্টে পুরস্কার প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।