রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো, মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইফুজ্জামান।

জেলা সিভিল সার্জন ডা, নুয়েন খীসা, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস আমাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। সকল রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতির কল্যাণে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গড়তে শহীদদের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভার আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।