রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ ৫ আগস্ট। ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। গত বছর এ দিনে শুরু হয় এক নতুন বাংলাদেশের অভিযাত্রা।
জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টার ধারণকৃত বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
এসময় অনুষ্ঠানে রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, স্থানীয় সরকার উপপরিচালকমোঃ মোবারক হোসেন, বিএফডিসি রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলা টুরিস্ট পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক বিপিন জ্যোতি চাকমা, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন