রাঙ্গামাটিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা; জেলায় ৪৪টি মণ্ডপে পূজা
শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এবার রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৪৪টি পূজামণ্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে রাঙ্গামাটি সদর পৌর এলাকায় ১৪টি, রাঙ্গামাটি সদর ১টি, কাউখালি ৪টি, কাপ্তাই ৮টি, রাজস্থলী ৪টি, বিলাইছড়ি ১টি, জুরাছড়ি ১টি, বরকল ২টি, বাঘাইছড়ি ৫টি, লংগদু ৩টি, নানিয়ারচর ১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজার সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের জন্য অনুরোধ জানান।
সভায় সিদ্ধান্ত হয় দুর্গাপূজার আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা পর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হবে। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছে। পূজার ৫ম দিন পর্যন্ত হাসপাতাল/ক্লিনিক সার্বক্ষণিক খোলা রাখার পাশাপাশি পূজা মন্ডপে একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। প্রতিমা বিসর্জন কার্যক্রম বিকাল ৫ টার পূর্বে শেষ করতে হবে।
সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)মোঃ মোতাছেম বিল্যাহ, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উপ-পরিচালক আশরাফুজ্জামান, বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে। ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমী দেবী বিসর্জন এর মধ্য দিয়ে এ বছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন