রাঙ্গামাটিতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী বাড়ির মেলা
রাঙ্গামাটিতে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। এ উপলক্ষে শহরের হ্যাপির মোড় এলাকায় শুরু হয়েছে মেলা।
বনরূপা হ্যাপীর মোড় শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃ মন্দিরে পূজা ও মহোৎসবকে ঘিরে বেশ কয়েক বছর ধরে চলে আসছে এই মেলা। আর এই পূজা উৎসবকে ঘিরে রাঙ্গামাটির সকল সম্প্রদায়ের মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
এদিকে পূজাকে কেন্দ্র করে শহরের ব্যস্ততম প্রধান সড়কের দুই পাড়ে নানান জিনিসপত্র নিয়ে পশরা সাজিয়েছে দোকানিরা। নানা রকমের মাটির জিনিসপত্র, নারী, পুরুষ ও বাচ্চাদের পোশাক, বিভিন্ন তৈজসপত্র, বাচ্চাদের খেলনা, নারীদের সাজসজ্জার জিনিসপত্রসহ ও মিঠাই-মুড়ির দোকান বসছে মেলায়।
মেলায় বসা দোকানিরা বলেন, গত ৮/৯ বছর ধরে পূজার সময় এখানে আসি। এখনো দোকানের জিনিসপত্র সাজাচ্ছি। রাঙ্গামাটিতে প্রতিবারই বিক্রি ভালো হয়। আশা করি প্রতিবারের মতো এবারও ভালো বিক্রি হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন